বাসায় থাকা অবস্থায় সুস্থ নাফিস ইকবাল খান গত সপ্তাহে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এমনকি চিকিৎসাবিজ্ঞানের এত উন্নতি হওয়া সত্ত্বেও চিকিৎসকেরা তাঁর রোগটা ঠিকমতো ধরতে পারেননি। তামিম ইকবালের ভাই নাফিস এবার নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন।
অসুস্থ হয়ে গতকাল থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। তাঁর অসুস্থতা প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নাফিসের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস অর্থাৎ তাঁর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার
৫ জুলাই ২০২৪, শুক্রবার দিনটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক আতঙ্ক আর শোকের দিনই যেন ছিল। দুপুরে সাবেক ক্রিকেটার, বাংলাদেশ দলের ম্যানেজার ও তামিম ইকবালের ভাই নাফিস ইকবালের অসুস্থতার সংবাদ।
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তাঁকে। তবে বিসিবির চিকিৎসা বিভাগ সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।